1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ভালোবাসি’

লি ফের্ন ওং/জেডএইচ১ মে ২০১৩

ফুলের তোড়া নয়, নয় চকলেটের বাক্স, আস্ত একটা গাছ দিয়ে প্রেমিকাকে বুঝিয়ে দিন আপনি তাকে কতটা ভালোবাসেন৷ জার্মানিতে কিন্তু গত কয়েকশো বছর ধরে চালু আছে এই নিয়ম৷

https://p.dw.com/p/18Q1D
Ein Graffiti mit den Worten "I love you" prangt am Samstag (24.09.2011) in Berlin an der Mauer eines ehemaligen Fabrikgebäudes. Foto: Florian Schuh pixel
ছবি: picture-alliance/dpa

তবে সব সময় নয়, শুধুমাত্র মে মাসের প্রথমদিন ভালোবাসা প্রকাশ করতে জার্মান তরুণরা বেছে নেয় গাছকে৷

জার্মানিতে, বিশেষ করে রাইন নদী তীরবর্তী অঞ্চলে, এপ্রিলের শেষদিন রাতে ভালোবাসার মানুষের বাড়ির সামনে ‘বিচ' গাছ লাগিয়ে থাকে তরুণরা৷ আর সকালের প্রথম প্রহরে সেটা দেখে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে তরুণীর মন৷ প্রেমিক যেমন প্রেমিকাকে খুশি করতে এই কাজ করে থাকে, তেমনি কাউকে প্রথমবারের মতো ভালোবাসার কথা বলতেও এই ‘মাই বাউম' বা ‘মে ট্রি', মানে ‘মে মাসের গাছ' উপহার দেয়া হয়৷

Ein Maibaum steht vor blauem Himmel in der Nähe von Neunkirchen-Seelscheid ( Rhein-Sieg-Kreis ) am Sonntag, 27. Mai 2012. In den meisten Regionen ist das feierliche Aufstellen eines Baumstammes auf dem Dorfplatz üblich. Das spezielle Brauchtum mit dem damit verbundenen Dorf- oder Stadtfest, das in der Regel am 30. April, am 1. Mai oder an Pfingsten stattfindet, ist in vielen Teilen Mittel- und Nordeuropas verbreitet. Foto: Ralph Goldmann
শুধুমাত্র মে মাসের প্রথমদিন ভালোবাসা প্রকাশ করতে জার্মান তরুণরা বেছে নেয় গাছকেছবি: picture-alliance/R. Goldmann

এ কারণে এপ্রিলের শেষ দিন আসলেই তরুণদের মধ্যে গাছ কেনার ধুম পড়ে যায়৷ বন শহরের বন কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলছেন, প্রতি বছর এপ্রিলের ৩০ তারিখ দুপুরের পর প্রায় পাঁচ-ছয়শো মানুষ তাদের কার্যালয়ের সামনে ভিড় করে৷ বাবা-মা বা বন্ধু-বান্ধবের গাড়ি নিয়ে তারা সেখানে যায় গাছ সংগ্রহ করতে৷

এরপর রাতের বেলায় ভালোবাসার মানুষটির বাড়ির সামনে গাছ লাগিয়ে সেখানেই রাতটা কাটিয়ে থাকে তরুণরা৷ পাছে অন্য কেউ সেটা চুরি করে নেয়!

বলা যায়, এটাও একটা আনন্দ তরুণদের কাছে৷ কেননা রাতের বেলায় তাদেরকে সঙ্গ দেয় অন্যান্য বন্ধুরা৷ বিয়ার পান করে আর গল্প করে তারা রাতটা পার করে দেয়৷

সকালবেলায় গাছ পাওয়ার পর প্রেমিকার কাজ হচ্ছে প্রেমিকের জন্য রাতের খাবার তৈরি করা৷ কোলন শহরের ২৬ বছর বয়সের এক তরুণ বলছেন, গত বছর সে তার প্রেমিকাকে গাছ উপহার দিয়েছিল৷ বিনিময়ে প্রেমিকার কাছ থেকে পেয়েছিল দীর্ঘ এক চুমু! এছাড়া তার পছন্দের খাবারও রান্না করেছিল ভালোবাসার মানুষটি৷

অবশ্য, লিপ ইয়ার বা অধিবর্ষের সময় ব্যাপারটা উল্টে যায়৷ নিয়ম অনুযায়ী ঐ বছর প্রেমিকারাই তার ভালোবাসার মানুষটিকে গাছ উপহার দিয়ে থাকে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য